ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রামগড়ে বজ্রপাতে একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
রামগড়ে বজ্রপাতে একজনের মৃত্যু প্রতীকী ছবি

খাগড়াছড়ি: খাগড়াছড়ির রামগড়ে বজ্রপাতে মো. নুরুল আফছার (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে।  

বুধবার (২ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার ফেনীরকুল কাঁঠালবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত আফছার ওই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।

নিহতের বড় ভাই বেলাল হোসেন জানান, দুপুরে গরুর জন্য ঘাস কাটতে জমিতে যান আফছার। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বজ্রপাতে আফছারের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৪
এডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।