ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে রাস্তায় ছাগল বাঁধা নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৪
গোপালগঞ্জে রাস্তায় ছাগল বাঁধা নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ১০

গোপালগঞ্জ: গোপালগঞ্জে রাস্তায় ছাগল বাঁধাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আজিজুল মোল্যা (৩০), জহুরুল মোল্যা (১৭), বিনু বেগম (৫০), জুবা মোল্যা (২৪) ও রেজান মোল্যাকে (১৮) গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।  

আহতরা জানান, খাগাইল গ্রামের দুলাল মোল্যা রাস্তার ওপর ছাগল বেঁধে রাখে। এ সময় জহুরুল মোল্যা মাদরাসায় যাওয়ার সময় ছাগল বেঁধে রাখা দড়িতে (রশিতে) বাধা পেয়ে পড়ে যায়। পরে রাস্তার ওপর কেন ছাগল বেঁধে রেখেছে শুনতে গেলে দুলাল মোল্যা ও তার লোকজন জহুরুলকে মারধর শুরু করে। পরে বিষয়টি জানাজানি হলে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।  

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান বলেছেন, এখন পর্যন্ত কোনো পক্ষই মামলা করতে আসেনি। মামলা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।