ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় মহাস্থান মাদরাসার পাশে গাছে ঝুলছিল এক ব্যক্তির মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
বগুড়ায় মহাস্থান মাদরাসার পাশে গাছে ঝুলছিল এক ব্যক্তির মরদেহ

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অজ্ঞাতপরিচয় (৫৫) এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মহাস্থান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাস্থান মাদরাসার উত্তর-পশ্চিম পাশে জঙ্গলে একটি গাছের সঙ্গে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেয়। আশপাশের লোকজন মরদেহ দেখলেও কেউ নাম-পরিচয় বলতে পারেনি। তবে অনেকেই জানিয়েছেন অজ্ঞাত ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মহাস্থান এলাকায় ফেরি করে কাপড় বিক্রি করতেন।

শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে দুর্বৃত্তরা অজ্ঞাত ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের কাজ চলছে। মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।