ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রবাসে বসেই অনলাইনে ডাক্তার

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
প্রবাসে বসেই অনলাইনে ডাক্তার

ঢাকা: গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশন্সের সঙ্গে সংযোজনের ফলে ‘আমি প্রবাসী’র ব্যবহারকারীরা এখন থেকে প্রবাসে বসেই অনলাইনে ডাক্তার দেখাতে পারবেন।

গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহমদ আরমান সিদ্দিকী এবং আমি প্রবাসী লিমিটেডের হেড অব বিজনেস অপারেশন আহসানুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে সম্প্রতি চুক্তিতে সই করেন।

গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশন্সের মাধ্যমে, প্রবাসী কর্মীরা এখন অনলাইনে দ্রুত এবং সাশ্রয়ী মূল্যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। সুখী অ্যাপে সকল ডাক্তার এবং বিশেষজ্ঞ বাংলাদেশি হওয়ায় প্রবাসী কর্মীগণ প্রবাসে থেকেও বাংলায় স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।

গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার একটি অনলাইন টেলিমেডিসিন সার্ভিস। এটি অনলাইনে ডাক্তার দেখানোর জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মের ‘সুখী’ অ্যাপ থেকে সেবাপ্রার্থী চাইলে যেকোনো স্থান থেকেই বিশেষজ্ঞ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট এবং ডাক্তারের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিতে পারেন।

আমি প্রবাসী প্ল্যাটফর্মের মূল লক্ষ্য অভিবাসনে ক্ষমতায়ন। ইতোমধ্যে প্রায় ৬০ লাখ অভিবাসনপ্রত্যাশী কর্মী আমি প্রবাসী প্ল্যাটফর্ম থেকে সেবা পেয়েছেন। প্ল্যাটফর্মটির সঙ্গে যুক্ত রয়েছে দেশের প্রায় ২ হাজার ২০০টির অধিক বৈধ রিক্রুটিং এজেন্সি। অ্যাপ থেকে চাকরি নির্বাচন করে একজন অভিবাসন প্রত্যাশী সহজেই কাজ নিয়ে বিদেশ যেতে পারছেন, পড়তে হচ্ছে না দালালের খপ্পরে।

অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশন্সের সিটিও সোলায়মান রাসেল, হেড অব প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং হাসিবুল হাসান, হেড অপারেশনস মোখলেছুর রহমান মিজবা, লিগ্যাল টিম লিড ব্যারিস্টার আহমেদ রাকিব মালিক এবং  ফাইনান্স টিম লিড তৌফিক আহমেদ।  

এছাড়াও উপস্থিত ছিলেন আমি প্রবাসী প্ল্যাটফর্মের হেড অব প্রোডাক্ট মশিউর রহমান, টেকনিক্যাল হেড ময়নুল হাসান, কমিউনিকেশন লিড মো. সাইফ-উল-আলম এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, বিজনেস ডেভেলপমেন্ট সিয়াম আহম্মদ।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
এমআইএইচ/এসএ এইচ 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।