ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁদাবাজির মামলায় চুয়াডাঙ্গার মাখালডাঙ্গা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৪
চাঁদাবাজির মামলায় চুয়াডাঙ্গার মাখালডাঙ্গা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

চুয়াডাঙ্গা: চাঁদাবাজির মামলায় চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিশ্বজিৎ সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে শহরের বেলগাছি রেলগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিশ্বজিৎ সাহা সদর উপজেলার কুকিয়াচাঁদপুর গ্রামের সন্তোষ সাহার ছেলে।

পুলিশ জানায়, গত ২৪ জুন সদরের গাড়াবাড়িয়া গ্রামের আফজাল হোসেনের কাছে চাঁদা চেয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সাহাসহ ছয়জনের বিরুদ্ধে। এসময় আফজাল হোসেনকে মারধরও করা হয়। ওই ঘটনায় গত ২৭ আগস্ট চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেন আফজাল হোসেন। ওই মামলার প্রধান আসামি বিশ্বজিৎকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।