ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিখোঁজের ২ দিন পর ইটভাটায় মিলল ভ্যানচালকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৪
নিখোঁজের ২ দিন পর ইটভাটায় মিলল ভ্যানচালকের মরদেহ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় নিখোঁজ হওয়ার দুইদিন পর একটি ইটভাটায় মুঞ্জিল শেখ (৪২) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে ঘুড়কা ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় দেশ ইটভাটা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়ে নিখোঁজ হন তিনি।  

নিহত মুঞ্জিল শেখ রঘুনাথপুর গ্রামের মৃত আছাব আলীর ছেলে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার বাড়ি থেকে বের হন মুঞ্জিল শেখ। এরপর তিনি আর ফিরে আসেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার (৬ সেপ্টেম্বর) সলঙ্গা থানায় একটি জিডি করেন।  

শনিবার সকালে দেশ ইটভাটায় তার হাত-পা বাঁধা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ওসি আরও জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।