ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৪
শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি 

শরীয়তপুর: শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি করা হয়েছে।  

আব্দুল আজিজ শিশিরকে (এনটিভি) আহ্বায়ক ও নুরুল আমীন রবিন (চ্যানেল২৪), মাহবুব আলম (মোহনা টিভি), বিএম ইশ্রাফিল (সময় নিউজ) এবং মো. মানিক মোল্লাকে (জিটিভি) যুগ্ম আহ্বায়ক করে ১৩ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সংগঠনের কার্যালয়ে সবার সম্মতিতে এ গঠন করা হয়।
 
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- রাজিব হোসেন রাজন (ডিবিসি), মো. ছগির হোসেন (ইনডিপেন্ডেন্ট টিভি), এসএম শাকিল (যমুনা নিউজ), মো. ফারুক মোল্লা (এশিয়ান টিভি), শাহাদাত হোসেন হিরু (নাগরিক টিভি), সাইফুল ইসলাম আকাশ (গ্লোবাল টিভি), আসাদ গাজী (এশিয়ান টিভি) ও সালাউদ্দিন রুপম (দীপ্ত টিভি)।

এসময় চ্যানেল আই ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) শরীয়তপুর জেলা প্রতিনিধি এসএম মজিবুর রহমান, শরীয়তপুর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি রোকনুজ্জামান পারভেজ (এটিএন বাংলা ও এটিএন নিউজ) ও সাবেক সাধারণ সম্পাদক শহিদুজ্জামান খানসহ (বাংলাভিশন) জেলার টেলিভিশন সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।