ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ১৬ ঝুট গোডাউনে আগুন

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
আশুলিয়ায় ১৬ ঝুট গোডাউনে আগুন

ঢাকা: সাভারের আশুলিয়ায় অন্তত ১৬টি ঝুটের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের প্রায় ৪ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 

শনিবার (২৪) আগস্ট রাত ১০টা ৫০ মিনিটের দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের এনায়েতপুর এলাকার সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম ও নবীন মিয়াসহ অন্তত ১৬টি গোডাউনে এই আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, রাত ১০টা ৫০ মিনিটের দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ও ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ৭ ইউনিটের প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।  

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বাংলানিউজকে বলেন, ১৬টি গোডাউনের হিসাব আমরা পেয়েছি। আমাদের ৭টি ইউনিট কাজ করেছে। রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে পরে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এছাড়া ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত সম্পর্কে তদন্ত করে জানানো হবে।

বাংলাদেশ সময়: ০৭৪৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।