ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৪
গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১, আহত ৫

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া এলাকায় বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতরা মাইক্রোবাস ও বাসের যাত্রী।  

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত মো. আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ঢাকা থেকে যাত্রীবাহী মাইক্রোবাসটি খুলনার দিকে যাচ্ছিল আর খান পরিবহনের যাত্রীবাহী বাসটি খুলনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে এলে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক নিহত হন। আহত হন মাইক্রোবাসের অপর তিনজন ও বাসের দুই যাত্রী। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা রাস্তায় যানবাহন চলাচল বন্ধ ছিল।

হতাহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

নিহত মাইক্রোবাসের চালকের নামপরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।