ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সেনাবাহিনী ফিরিয়ে দিল পুলিশের অস্ত্র-নথি

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৪
সেনাবাহিনী ফিরিয়ে দিল পুলিশের অস্ত্র-নথি সেনাবাহিনী কর্তৃক পুলিশের কাছে হস্তান্তরকৃত অস্ত্র। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেনাবাহিনী কর্তৃপক্ষ পুলিশের অস্ত্র, নথিসহ প্রয়োজনীয় জিনিসপত্র হস্তান্তর করা হয়েছে।  

নিরাপত্তার স্বার্থে এবং ঝুঁকি এড়াতে শ্রীমঙ্গল থানা থেকে সেনাবাহিনী সেগুলো নিজেদের হেফাজতে নিয়েছিল।

 

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে থানা কম্পাউন্ডে পুলিশের সব অস্ত্র, গোলাবারুদ ও গুরুত্বপূর্ণ দলিল দস্তাবেজ হস্তান্তর করেন শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত মেজর মেজবাহ।

এ সময় উপস্থিত ছিলেন মেজর ইমরান, সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল ইসলাম ও কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়।

এসময় মেজর মেজবাহ বলেন, ‘গত ৫ আগস্ট দেশে সরকার পরিবর্তনের পর বিক্ষোভকারীদের দ্বারা শ্রীমঙ্গল থানা আক্রমণের শিকার হয়। এসময় বিক্ষুব্ধ জনগণ থেকে পুলিশকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান সেনাবাহিনীর সদস্যরা। পরে পুলিশের সব অস্ত্র, গোলাবারুদ ও গুরুত্বপূর্ণ নথি সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছিল।

সেনাবাহিনীর সহায়তায় পুলিশকে সচল করা হলে পুলিশের সব অস্ত্র হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল ইসলাম সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আজ থেকে পুলিশি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সেই আগের মতো মাঠে ফিরে যাবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ০২৩৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৪
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।