ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু প্রতীকী ফটো

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় বজ্রপাতে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে।  

রোববার (১১ আগস্ট) দুপুরে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উশধারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের সৈয়দ আলীর স্ত্রী মেরিনা বেগম (৪৫) ও তার মেয়ে সাথী আক্তার (১৪)। অপর নিহত আব্দুল আলীম হরিপুর উপজেলার যাদুরানী পশ্চিম কলেজপাড়া গ্রামের নওশাদ আলীর ছেলে।  

বিষয়টি নিশ্চিত করেন নিহত মেরিনার স্বামী মো. সৈয়দ আলী ও আমগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবিবর রহমান।  

স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মেরিনা ও তার মেয়ে সাথী ধান ক্ষেতে নিড়ানি দিতে যান। এ সময় বৃষ্টি শুরু হলে তারা বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই মারা যান তারা।

হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হবিবর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে মাঠে কাজ করছিলেন আলীম। একইসময় সেখানে বজ্রপাতে তার মৃত্যু হয়। এতে এলাকায় ও পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।