ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে বিএনপি-জামায়াতের ৮৮ নেতাকর্মীর জামিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৪
ফেনীতে বিএনপি-জামায়াতের ৮৮ নেতাকর্মীর জামিন

ফেনী: ফেনীতে বিএনপি ও জামায়াতের ৮৮ জন নেতাকর্মীকে জামিন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে ফেনী জেলা কারাগারের সুপার মো. ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, জেলা বিএনপির অনেক নেতাকর্মী দীর্ঘদিন পর্যন্ত জালিমের কারাগারে বন্দি ছিলেন। ক্রমান্বয়ে তাদের সবাই এখন মুক্ত হচ্ছেন। মঙ্গলবার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ৭৮ জন নেতাকর্মী মুক্তি পেয়েছেন।  

ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি মুফতি আবদুল হান্নান বলেন, মঙ্গলবার ফেনীতে জামায়াতের ১০ নেতাকর্মীর জামিন হয়েছে। তারা হচ্ছেন- ফেনী শহর জামায়াতের আমির মোহাম্মদ ইলিয়াছ, মাওলানা ইব্রাহীম খলিল, রবিন, ডাক্তার এরফান, শাহাদাত হোসেন, ডা. মিজানুর রহমান, সোহরাব হোসেন রুকন ও শিবির নেতা নোবেল, মারুপ।

ফেনী জেলা কারাগারের সুপার মো. ইকবাল হোসেন জানান, ফেনী জেলা কারাগার থেকে মঙ্গলবার ৮৮ জনকে মুক্তি দেওয়া হয়েছে। জামিন পাওয়া ব্যক্তিদের মধ্যে সবাই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী বলে জানা গেছে।    

বাংলাদেশ সময়: ০৮০৯ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৪
এসএইচডি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।