ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৈয়দপুর শহর ছাত্র-জনতার দখলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
সৈয়দপুর শহর ছাত্র-জনতার দখলে

নীলফামারী: হাজার হাজার শিক্ষার্থী জড়ো হতে থাকে নীলফামারীর সৈয়দপুর শহরের সাত বীরশ্রেষ্ঠ চত্বরে। সবার মুখে এক দফার স্লোগান।

এভাবেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমবেত শিক্ষার্থীরা অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার (৪ আগস্ট) দুপুরের মধ্যেই রাজপথ দখলে রাখে।  

সাত বীর শ্রেষ্ঠ চত্বরে সকাল থেকেই জড়ো হতে থাকেন ছাত্র-জনতা। পরে বিশাল মিছিল বের করে শহর অতিক্রম করে স্মৃতি অম্লান চত্বরে সমাবেশ করে। এ সময় পুলিশ মিছিলে কোনো ধরনের বাধা দেয়নি।  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সৈয়দপুরের সমন্বয়ক শাকিল চৌধুরী জানান, এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।