ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঘরে মিলল স্বামী-স্ত্রী ও দুই মেয়ের ঝুলন্ত মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৪
ঘরে মিলল স্বামী-স্ত্রী ও দুই মেয়ের ঝুলন্ত মরদেহ 

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ঘর থেকে স্বামী-স্ত্রী ও দুই মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (২৮ জুলাই) সকালে নবীনগর পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের বিজয় পাড়ার এক বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

 
 
উদ্ধার হওয়া মরদেহগুলো হলো- বিজয় পাড়ার বাসিন্দা সোহাগ (৩৩) ও তার স্ত্রী জান্নাতুল (২২) এবং তাদের সন্তান ফারিয়া (৪) ও ফাহিমা (২)।  

জান্নাতুলের মা মনো বেগম জানান, শনিবার রাতের খাবার খেয়ে সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন সোহাগ দম্পতি। সকালে সোহাগ ও জান্নাতুল ঘুম থেকে না ওঠায়, তারা অনেক ডাকাডাকি করেন। একপর্যায়ে কোনো সাড়াশব্দ না পেয়ে উজ্জ্বল মিয়া নামে এক পথচারীর সহযোগিতায় ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে চারজনের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।  

নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।