ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদকের পদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৪
ফরিদপুরে মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদকের পদত্যাগ

ফরিদপুর: চলমান কোটা সংস্কার আন্দোলনের মধ্যেই বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. পারভেজ হাসান রাজিব পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৬ জুলাই) ফেসবুক লাইভে এসে তিনি নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

রাজিব বলেন, সম্পূর্ণ ব্যক্তিগত এবং পারিবারিক কারণে তিনি বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদকের পদ ছাড়ছেন। তবে বিষয়টি নিয়ে কেউ যেন কোনো কিছু জানতে তাকে আর বিরক্ত না করেন, সে অনুরোধও জানান তিনি।  

তবে তার এ বক্তব্যের সময় তাকে বেশ বিমর্ষ দেখাচ্ছিল এবং বেশ বিরক্তিও প্রকাশ করেন তিনি।

গত বছরের ২৯ এপ্রিল কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সাধারণ সম্পাদক মো. আল মামুনের সই করা বিজ্ঞপ্তিতে ফরিদপুর জেলা কমিটিতে পারভেজ হাসান রাজিব সাধারণ সম্পাদক নির্বাচিত হন।  

তিনি ফরিদপুরে রক্তদানসহ বেশকিছু সামাজিক কর্মকাণ্ডে জড়িত। তাকে রক্তদানের জন্য কেউ যেন অনুরোধ না করেন, সে অনুরোধও জানান তিনি।

চলমান কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে পারভেজ হাসান রাজিবের পদত্যাগের সম্পর্ক রয়েছে কি না, তা জানা যায়নি।

তবে, একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি চলমান কোটা সংস্কার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে পদত্যাগ করেছেন।  

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।