ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পলাশবাড়ীতে ২০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, জুলাই ১২, ২০২৪
পলাশবাড়ীতে ২০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে ২০০ বোতল ফেনসিডিলসহ পিকআপভ্যান চালক ও তার সহকারীকে (হেলপার) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুলাই) বিকেল ৩টার দিকে পৌর শহরের চারমাথা মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- রংপুরের কোতয়ালি থানার নুরপুর গ্রামের হাসান আলীর ছেলে চালক মমিন মিয়া (২৯) ও একই গ্রামের রেজাউল করিমের ছেলে হেলপার রাকিব ইসলাম (২০)।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বিকেল ৩টার দিকে পৌর শহরের চারমাথা মোড়ে যানবাহনে তল্লাশি চালায় পুলিশ। এ সময় রংপুর থেকে বগুড়াগামী একটি পিকআপভ্যান থেকে ২০০ বোতল ফেনসিডিল পেয়ে জব্দসহ চালক ও তার হেলপারকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় ওই দুজনের পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জুলাই ১২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।