ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কটিয়াদীতে ভুট্টা ক্ষেতে পড়েছিল প্রবাসীর স্ত্রীর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, জুলাই ১২, ২০২৪
কটিয়াদীতে ভুট্টা ক্ষেতে পড়েছিল প্রবাসীর স্ত্রীর মরদেহ স্মৃতি আক্তার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদীতে স্মৃতি আক্তার (২২) নামে এক প্রবাসীর স্ত্রীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শুক্রবার (১২ জুলাই) সকালে উপজেলার হালুয়াপাড়া এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত স্মৃতি ওই এলাকার মানিক মিয়ার মেয়ে। সে একই উপজেলার মসূয়া এলাকার কাতার প্রবাসী আমিন ভূঁইয়ার স্ত্রী।  

স্থানীয় সূত্রে জানা গেছে, চার বছর আগে কাতার প্রবাসী আমিন ভূঁইয়ার সঙ্গে স্মৃতির বিয়ে হয়। তাদের কোনো সন্তান নেই। কয়েক মাস আগে কাতার থেকে দেশে এসে স্ত্রী স্মৃতিকে শ্বশুরবাড়ি রেখে আবার চলে যান আমিন ভূঁইয়া। স্মৃতি বাবার বাড়িতেই থাকতেন।  

শুক্রবার (১২ জুলাই) সকালে স্মৃতির মরদেহ একটি ভুট্টা ক্ষেতে পড়েছিল। স্থানীয়রা ওই নারীর মরদেহ দেখতে পান। পরে মরদেহ পাওয়ার বিষযটি পুলিশকে জানানো হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ দাউদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জুলাই ১২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।