ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাঠাও রাইডারকে জিম্মি করে মুক্তিপণ আদায়, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
পাঠাও রাইডারকে জিম্মি করে মুক্তিপণ আদায়, আটক ২

মাদারীপুর: দুই পাঠাও রাইডারকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের ঘটনায় মাদারীপুর জেলার শিবচর থেকে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

 

শনিবার (২৯ জুন) রাতে উপজেলার উমেদপুর ইউনিয়নের আলীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- শিবচরের উমেদপুর ইউনিয়নের আলীপুর গ্রামের মৃত হেমায়েত মুন্সীর ছেলে অপু মুন্সী (২৪) ও একই গ্রামের কালাম উকিলের ছেলে শাওন উকিল (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ জুন ঢাকার লালবাগ এলাকা থেকে মহসিন নামের এক যুবক পাঠাও অ্যাপের মাধ্যমে রাইডার মো. হাসান আহমেদকে (৩৮) নিয়ে কামরাঙ্গীরচর যান। এসময় মহসিন নামের যুবক ওই রাইডারের মোবাইল নম্বর রেখে দেন। পরে গত ২০ জুন ফোনে রাইডার হাসানকে আড়াই হাজার টাকা ভাড়ার চুক্তিতে শিবচর নিয়ে আসেন মহসিন। শিবচরের উমেদপুর ইউনিয়নের আলীপুর এলাকায় পৌঁছানোর পরই মহসিনের সহযোগী অপু মুন্সী, শাওন হোসেনসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে রাইডার হাসানকে জিম্মি করেন। পরে হাসানের গলায় ধারালো অস্ত্র ধরে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেন তারা।

বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা মুক্তিপণ আদায়ও করে চক্রটি। পরে হাসানের ব্যবহৃত মোটরসাইকেলটি রেখে দিয়ে তাকে ছেড়ে দেন। এ ঘটনার পরের দিন হাসান শিবচর থানায় অভিযোগ করেন।
 
এই ঘটনার পর গত ২৭ জুন ঠিক একইভাবে আরিফ হোসেন (২৭) নামে আরেকজন পাঠাও রাইডারকে ঢাকার কদমতলী থেকে শিবচরের উমেদপুর নিয়ে আসে এই চক্রটি। সেখানে জিম্মি করে মুক্তিপণ আদায় করে মোটরসাইকেল নিয়ে আরিফকে ছেড়ে দেন তারা। এ বিষয়েও শিবচর থানায় অভিযোগ দায়ের করা হয়।

পরে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. রব্বানীর নেতৃত্বে শিবচর থানা পুলিশ অভিযানে নামে। প্রযুক্তির সহায়তায় রাতেই চক্রের সদস্য অপু মুন্সী ও শাওন উকিলকে ধরা হয়। এ সময় দুটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ।

শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম রেজা বলেন, অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে।  

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।