ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় সড়কের পাশে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, জুন ২৯, ২০২৪
চুয়াডাঙ্গায় সড়কের পাশে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

চুয়াডাঙ্গা: জেলার জীবননগরে সড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ জুন) সকালে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের সন্তোষপুর তেল পাম্পের কাছে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, ওই ব্যক্তি হয়ত মানসিক প্রতিবন্ধী ছি‌লেন। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরের দি‌কে উপ‌জেলার স‌ন্তোষপুর তেল পা‌ম্পের কাছে একটি শব্দ শুনতে পান স্থানীয়রা। এসময় তারা রাস্তায় (সড়‌কে) বের হ‌য়ে  দেখেন এক ব্যক্তি সড়কের পাশে মা‌টি‌তে প‌ড়ে কাতরাচ্ছেন। তখন আক‌লিমা না‌মে এক নারী তার মাথায় দেওয়ার জন্য পানি আনতে বাড়ি যান। পরে ফিরে এসে দেখেন লোকটি মারা গেছেন।

স্থানীয় ইউপি সদস্য ফরহাদ হোসেন বলেন, সন্তোষপুর তেল পাম্প সংলগ্ন সড়কের পাশে ঝোপের ভেতর অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। তার মুখে ও মাথায় আঘাতের চিহ্ন আছে। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় কিছু পাওয়া যায়নি।

জীবননগর থানার পরিদর্শক (ওসি, তদন্ত) একরাম হোসেন জানান, ধারণা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন ছিলেন। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হতে পারে। আমরা পরিচয় শনাক্তের চেষ্টা করছি। মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ম‌র্গে পাঠানো হ‌য়ে‌ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, জুন ২৯, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।