ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দামুড়হুদায় সাপের দংশনে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, জুন ২২, ২০২৪
দামুড়হুদায় সাপের দংশনে শিশুর মৃত্যু প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিষধর সাপের দংশনে আজমির হোসেন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

শুক্রবার (২২ জুন) বিকেলে উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড়বলদিয়া গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।

আজমির ওই পাড়ার জাহিদুল ইসলামের ছোট ছেলে।  

মৃত শিশুর স্বজনরা জানান, বিকেলে বাড়ির পাশে খেলছিল আজমির। সে ইঁদুরের গর্তে হাত দিলে একটি বিষধর সাপ তার হাতে দংশন করে। শিশুটি চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করলে স্বজনরা তাকে গ্রামের একজন ওঝার (কবিরাজ) কাছে নিয়ে যান। এ সময় আজমিরকে ইঁদুরে কামড় দিয়েছে বলে জানান ওঝা। কিন্তু পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে পরিবারের লোকজন অবস্থা বেগতিক দেখে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আজমিরের নামাজের জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে, দেশজুড়ে বিষধর সাপ ‘রাসেলস ভাইপার’ আতঙ্কের মধ্যে শিশু আজমিরের সাপের দংশনে মৃত্যু হলো। এতে করে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, জুন ২২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।