ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারী ও শিশুর মৃত্যু 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, জুন ২০, ২০২৪
সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারী ও শিশুর মৃত্যু 

সিলেট: সিলেটে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমিন আক্তার (১০) নামের এক শিশু ও মিনতি রানি (৪০) নামেন এক নারীর মৃত্যু হয়েছে।  

বুধবার (১৯ জুন) নগরের দক্ষিণ সুরমার ঝালোপাড়ায় এবং গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের হাদারপার বাজার সংলগ্ন উপরগ্রামে পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়।

 

নিহতরা হলেন, নগরের দক্ষিণ সুরমার ঝালোপাড়া নৃসিংহ জিউর আখড়ার পার্শ্ববর্তী বাসার বাসিন্দা মিনতি ও গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের উপরগ্রামের আব্দুলাহ মিয়ার মেয়ে নাজমিন।  

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা ৬টার দিকে মন্দিরের পানির পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মিনতি। গুরুতর অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানাধীন কদমতলি ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক দেবাংশু পাল এ মৃত্যুর বিষয়টি করেন।

তিনি বলেন, খবর পেয়ে খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্বজনদের দরখাস্তের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি সাপেক্ষে নিহতের মরদেহ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।  

এদিকে বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের হাদারপার বাজার সংলগ্ন উপরগ্রামে অন্যান্য শিশুদের সাথে লুকোচুরি খেলা খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নাজমিনের মৃত্যু হয়।  

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, উপরগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমিন আক্তার নামে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৮২১ ঘণ্টা, জুন ২০, ২০২৪
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।