ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেট্রোরেলে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, জুন ১৩, ২০২৪
মেট্রোরেলে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ১

ঢাকা: মেট্রোরেলে ছিনতাইয়ের অভিযোগে মো. ফরিদ প্রকাশ ওরফে পাগলা জসিম (২৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) রাতে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন বিকেলে তেজগাঁও থানার কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের ভেতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফরিদ ও তার দল মেট্রোরেলের যাত্রীদের টার্গেট করে ছিনতাই করেছেন বলে অভিযোগ ওঠে।

জানা গেছে, গ্রেপ্তার ফরিদ চিহ্নিত ছিনতাইকারী। তার দলে আরও দুইজন আছে। তারা সাধারণত রিকশাযাত্রী নারীদের ব্যাগ ও মোবাইল ফোন টান মারেন। কিন্তু ইদানীং তারা মেট্রোরেলের যাত্রীদের টার্গেট করছিলেন। মেট্রোরেল নতুন হওয়ায় যাত্রীরা তুলনামূলক কম সাবধান থাকেন। তাই তাদের টার্গেট করে মেট্রোরেলে যাতায়াত করেন ফরিদ ও তার দল। আজ বিকেলে মেট্রোরেলের কারওয়ান বাজার অংশে যাত্রীর মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করেন ফরিদ ও তার সহযোগীরা। এ সময় যাত্রী বিষয়টি টের পেলে তারা পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে ফরিদকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, জুন ১৩, ২০২৪
এজেডএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।