ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, জুন ৭, ২০২৪
সৈয়দপুরে ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া এলাকা থেকে মো. নাসিম (৩৭) নামে এক যুবককে ২৪৫টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ মে) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৭ জুন) সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবিব এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার নাসিম ওই এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে নাসিম।

এসআই আহসান হাবিব জানান, গোপন তথ্য পেয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নতুন বাবুপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে ২৪৫টি ইয়াবা ট্যাবলেটসহ নাসিমকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সৈয়দপুর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে। তার নামে আগেও ছয়টি মামলা আছে। শুক্রবার নাসিমকে কারাগারে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুন ০৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।