ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে নদীতে ডুবে প্রাণ গেল ২ শিশুর 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, জুন ৫, ২০২৪
দিনাজপুরে নদীতে ডুবে প্রাণ গেল ২ শিশুর 

দিনাজপুর: জেলা শহরের বাঙ্গীবেচা এলাকায় পুনর্ভবা নদীতে নিখোঁজের পর রাইয়ান (৭) ও ইয়ানুর রাফি (৭) দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।  

মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যা বাঙ্গীবেচা ব্রিজের অদূর থেকে দুই শিশু মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে দুপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় দুই শিশু।  

নিহত রাইয়ান বাঙ্গীবেচা এলাকার আব্দুস সালামের ছেলে ও ইয়ানুর রাফি একই এলাকার আকবর আলীর মেয়ে। তারা সম্পর্কে খালাতো ভাইবোন।  

স্থানীয়রা জানান, দুপুরে নদীর পাশে খেলা করছিল রাইয়ান ও রাফি। এক পর্যায়ে সবার অগোচরে তারা বাঙ্গীবেচা এলাকায় পুনর্ভবা নদীতে গোসল করতে নামে। এরপর থেকেই তাদের সন্ধান না পাওয়ায় মাইকিং করা হয়। পরে নদীতে খোঁজাখুঁজি করে সন্ধ্যা সাড়ে ৬টায় বাঙ্গীবেচা ব্রিজের অদূর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। নিহত দুই শিশুর দাফন কার্যের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

দিনাজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিল জুলফিকার আলী স্বপন এতথ্য নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ০৮৩৯ ঘণ্টা, জুন ৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।