ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ২৭৮ বোতল ফেনসিডিলসহ কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, জুন ৪, ২০২৪
ফরিদপুরে ২৭৮ বোতল ফেনসিডিলসহ কারবারি আটক

ফরিদপুর: ফরিদপুর সদর উপজেলার পরানপুর এলাকায় ২৭৮ বোতল ফেনসিডিলসহ আমিনুল ইসলাম (৫২) নামে এক মাদককারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। এ সময় জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত শ্যালো ইঞ্জিনচালিত একটি নসিমন।

মঙ্গলবার (৪ মে) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্প।

আটক আমিনুল চুয়াডাঙ্গা সদর উপজেলার হাটকালুগঞ্জ গ্রামের কালু শেখের ছেলে।  

সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২ জুন) রাতে ফরিদপুর সদর উপজেলার পরানপুর এলাকায় অভিযান চালানো হয়। সেসময় চুয়াডাঙ্গা থেকে আসা একটি নসিমনে তল্লাশি করলে গাড়িটির বডির পাটাতনের ভেতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২৭৮টি ফেনসিডিল পেয়ে জব্দ করা হয় এবং চালক আমিনুলকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিনুল পেশাদার মাদককারবারি বলে স্বীকার করেছেন। মঙ্গলবার সকালে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জুন ০৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।