ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ট্রেনের ইঞ্জিন বিকল, পৌনে ৩ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ যোগাযোগ সচল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৬ ঘণ্টা, জুন ৩, ২০২৪
ট্রেনের ইঞ্জিন বিকল, পৌনে ৩ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ যোগাযোগ সচল

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পৌনে ৩ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। তবে বতর্মানে ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

রোববার (২ জুন) রাত পৌনে ১১টার দিকে শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় ব্রহ্মপুত্র ট্রেনের ইঞ্জিন বিকল হয়।  এরপর বিকল্প ইঞ্জিনে রাত দেড়টার দিকে এই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

গফরগাঁও রেলওয়ে স্টেশনের এটিএসআই কার্তিক রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন গফরগাঁও স্টেশন ছেড়ে যাওয়ার পর শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় এলে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন আনা হলে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন নিয়ে ময়মনসিংহের দিকে রওনা হয়। ফলে এ পথে ট্রেন চলাচল সচল হয়।  

বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, জুন ০৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।