ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বদলগাছীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, মে ৩০, ২০২৪
বদলগাছীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু  প্রতীকী ছবি

নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনিছুর রহমান (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরের দিকে বদলগাছী-নওগাঁ সড়কের ধর্মপুর আলিম মাদরাসার গেট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নিহত আনিছুর গোয়ালভিটা গ্রামের মোস্তফার ছেলে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আনিছুর একজন ভ্যানচালক। বৃহস্পতিবার দুপুরে তিনি সিদ্ধ করা ধান শুকানোর জন্য রাস্তার পাশে নতুন এক বাড়ির ছাদে উঠতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

ঘটনার সত্যত্য স্বীকার করে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহের সুরতহাল শেষে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, মে ৩০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।