ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বোয়ালমারীতে ২৮০০ ইয়াবাসহ ২ কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, মে ২৯, ২০২৪
বোয়ালমারীতে ২৮০০ ইয়াবাসহ ২ কারবারি আটক

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে ২ হাজার ৮০০টি ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  

আটকদের বুধবার (২৯ মে) বিকেলে ফরিদপুরের আদালতে পাঠারো হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৮ মে) বোয়ালমারী উপজেলার চণ্ডিবিলা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- বোয়ালমারী উপজেলার চণ্ডিবিলা এলাকার মো. মুসা (২৮) ও একই এলাকার ইরান মোল্যা (৪২)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আটক ওই দুই মাদককারবারিকে বুধবার বিকেলে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মে ২৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।