ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঘূর্ণিঝড় রিমাল: দুইজন মারা যাওয়ার খবর জানালেন প্রতিমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, মে ২৭, ২০২৪
ঘূর্ণিঝড় রিমাল: দুইজন মারা যাওয়ার খবর জানালেন প্রতিমন্ত্রী

ঢাকা: ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে দুইজন মারা যাওয়ার খবর জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

রোববার (২৬ মে) রাত সাড়ে ৯টার দিকে আবহাওয়া অধিদপ্তরে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

ঘূর্ণিঝড়ের কারণে মারা যাওয়ার খবর আছে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আমরা এখন পর্যন্ত দুইজন মারা যাওয়ার খবর জেনেছি। এরমধ্যে একজন আমার এলাকা পটুয়াখালীতে মারা গেছেন।

ঘূর্ণিঝড়টি মোংলার দক্ষিণপশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ-খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করে। ঘূর্ণিঝড়টির কেন্দ্র আরও উত্তর দিকে অগ্রসর হয়ে ১-২ ঘণ্টার মধ্যে উপকূল অতিক্রম করবে।

বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা, মে ২৭, ২০২৪
এমআইএইচ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।