ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেয়ের বাড়ি যাওয়ার পথে বাসের ধাক্কায় বৃদ্ধ দম্পতি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, মে ২৫, ২০২৪
মেয়ের বাড়ি যাওয়ার পথে বাসের ধাক্কায় বৃদ্ধ দম্পতি নিহত

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকা উপজেলায় মেয়ের বাড়ি যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় বাসের ধাক্কায় বৃদ্ধ স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ মে) রাত সোয়া ১১টার দিকে মহাসড়কের সিডস্টোরের আমতলী বিডিআর বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- স্বামী আব্বাস আলী দেওয়ান (৯০) ও তার স্ত্রী হাজেরা খাতুন (৮০)। তারা টাঙ্গাইল জেলার বাসিন্দা।  

ভরাডোবা হাইওয়ে থানার এএসআই মো. কামরুল ইসলাম জানান, ভালুকার আমতলী এলাকায় নিহত স্বামী-স্ত্রীর এক মেয়ে বসবাস করেন। সেখানে যাওয়ার জন্য তারা নিজ বাড়ি টাঙ্গাইল থেকে এসে ভালুকার আমতলী এলাকায় ওই মেয়ের বাড়ি যাচ্ছিলেন। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপার হওয়ার সময় বেপরোয়া গতির একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে এই দম্পতি স্বামী স্ত্রী মারা যান।

কামরুল ইসলাম আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, মে ২৫, ২০২৪

এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।