ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উজিরপুরে চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, মে ২২, ২০২৪
উজিরপুরে চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

বরিশাল: বরিশালের উজিরপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান ইকবালকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার (২২ মে) এ জরিমানা করা হয় বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) হাসনাত জাহান খান।

কাপ পিরিচ প্রতীকের প্রার্থী হাফিজুর রহমান ইকবাল সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসনাত জাহান খান জানান, উপজেলা নির্বাচনের ওই প্রার্থীর পোস্টার আঠা দিয়ে দেয়ালে, বৈদ্যুতিক খুঁটি ও ঘরের বেড়ায় সাটানো হয়েছে। উপজেলার ওটরা ইউনিয়নের যোগীরকান্দা থেকে মালিকান্দা এলাকায় এসব পোস্টার পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে প্রমাণ পেয়ে প্রার্থীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও পোস্টার নিজ খরচে উঠিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।  

তিনি বলেন, চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান ইকবালের প্রতিনিধি অধ্যাপক অলিউর রহমান দণ্ডের অর্থ পরিশোধ করেন। তাৎক্ষণিক পোস্টারগুলো সরিয়ে ফেলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, মে ২২, ২০২৪
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।