ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে ভোক্তার অভিযানে ৪৯ হাজার টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, মে ২১, ২০২৪
বরিশালে ভোক্তার অভিযানে ৪৯ হাজার টাকা জরিমানা

বরিশাল: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে বরিশাল নগরীর বিভিন্ন স্থানে পাঁচটি দোকানকে ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২১ মে) দুপুর ১২টা থেকে নগরীর বিভিন্ন বাজার, ওষুধের ফার্মেসি, মুদি দোকান ও আলু-পেয়াজের বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক অপূর্ব অধিকারী বলেন, অভিযান চলাকালে মূল্য তালিকা না থাকা, ফ্রিজে খাবার সংরক্ষণসহ নানা অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ব্যবসায়ীদের চালান রসিদ রাখার জন্য সতর্ক করাও হয়। কোরবানির ঈদে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় অভিযানে উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক সুমি রানী মিত্র, ইন্দ্রানী দাস ও কোতোয়ালি মডেল থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, মে ২১, ২০২৪
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।