ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাজেট অধিবেশন শুরু ৫ জুন

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, মে ২০, ২০২৪
বাজেট অধিবেশন শুরু ৫ জুন

ঢাকা: আগামী বুধবার (৫ জুন) জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করা হয়েছে। বিকেল ৫টা জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হবে ৷ এই হবে সংসদের বাজেট অধিবেশন।

আগামী ৬ জুন সংসদে ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট উপস্থাপন করার কথা রয়েছে।

সোমবার (২০ মে) জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী বুধবার (৫ জুন) বিকেল ৫টায় দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় ও ২০২৪ খ্রিস্টাব্দের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন। তিনি সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মে ২০, ২০২৪
এসকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।