ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় কোল্ড স্টোরে ১ লাখ ডিম মজুদ, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, মে ১৯, ২০২৪
বগুড়ায় কোল্ড স্টোরে ১ লাখ ডিম মজুদ, জরিমানা

বগুড়া: বগুড়ার সদর উপজেলায় সাথী কোল্ড স্টোরেজ-২ কোল্ড স্টোরে অবৈধ মজুদের ১ লাখ ডিম উদ্ধার করা হয়েছে। এছাড়াও কোল্ড স্টোরের দায়িত্বে থাকা ম্যানেজারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত ৷

শনিবার (১৮ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নুনগোলা ইউনিয়নে ঘোড়াধাপহাট এলাকায় সাথী কোল্ড স্টোরেজ-২ এ মোবাইল কোর্ট পরিচালনা করেন বগুড়া সদরের সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী।

সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী জানান, অভিযানে ওই কোল্ড স্টোর থেকে অবৈধভাবে মজুত করা এক লাখ ডিম পাওয়া যায়। এই অপরাধে কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯ ধারায় কোল্ড স্টোরের ম্যানেজার আব্দুল করিমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং একইসঙ্গে তাৎক্ষণিকভাবে প্রায় ৪০ হাজার ডিম ব্যবসায়ীদের মাধ্যমে তাদের বাজারজাত করা হয়। এছাড়া অবশিষ্ট ৬০ হাজার ডিম অতিদ্রুত বাজারজাত তাদের ক্রয় মূল্যে বিক্রি করার জন্য বলা হয় এবং মুচলেকা নেওয়া হয়।  

অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ও বগুড়া কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তারা সহযোগিতা করেন।

বাংলাদেশ সময়: ০৮০৯ ঘণ্টা, মে ১৯, ২০২৪
কেইউএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।