ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় স্ত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, মে ১৪, ২০২৪
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় স্ত্রীর মৃত্যু প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় মধুমালা (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

এর আগে সকাল আনুমানিক সকাল সাড়ে ৭টার দিকে আলমডাঙ্গার মুন্সিগঞ্জের সোনাতনপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

দুর্ঘটনায় নিহত মধুমালা আলমডাঙ্গার বারাদি ইউনিয়নের কাটাভাঙ্গা গ্রামের বাবুল মিয়ার স্ত্রী।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাবুল মিয়া তার স্ত্রীকে মধুমালাকে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে একটি ট্রাককে ওভারটেক করতে যান। পথে ঘটনাস্থলে ট্রাকের পেছনে বেধে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তার স্ত্রী। এ সময় ট্রাকচাপায় গুরুতর আহত হন মধুমালা। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন। পরে দুপুর আনুমানিক দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়।  

চুয়াডাঙ্গা সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জান্নাত উজ্জ্বল এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মে ১৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।