ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, মে ১৩, ২০২৪
সাতক্ষীরায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি জব্দ

সাতক্ষীরা: সাতক্ষীরায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় ওয়ান শ্যুটার গান, দুটি নাইন এমএম পিস্তল, ২৯টি কার্তুজ ও তিনটি ম্যাগাজিন জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬।

সোমবার (১৩ মে) ভোরে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের একটি বাগান থেকে একটি শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় এসব অস্ত্র, গুলি ও ম্যাগজিন জব্দ করা হয়।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ সদর কোম্পানির সিনিয়র এএসপি তৌফিক আহমেদ এবং র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানির এএসপি মো. ফয়সাল তানভীরের নেতৃত্বে টহল টিম আলীপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের একটি বাগানে অভিযান চালিয়ে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় দুটি দেশীয় ওয়ান শ্যুটার গান, দুটি নাইন এমএম পিস্তল, ২৯টি কার্তুজ ও তিনটি ম্যাগাজিন জব্দ করে।  

পরে জব্দ করা অস্ত্র, গুলি ও ম্যাগজিন সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, মে ১৩, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।