ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইবিতে মানববন্ধন 

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, মে ৭, ২০২৪
ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইবিতে মানববন্ধন 

ইবি: আমেরিকার বিশ্ববিদ্যালয়সমূহে চলমান ‘ফ্রি প্যালেস্টাইন মুভমেন্ট’ এর প্রতি গণসংহতি প্রকাশ ও ইসরায়েলি বর্বর আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা।  

মঙ্গলবার (৭ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

এসময় শিক্ষার্থীরা ‘গাজায় গণহত্যা বন্ধ কর’, ‘ফিলিস্তিনি শিশু হত্যা আর নয়’, ‘ফিলিস্তিন আবার জেগে ওঠো’, ‘ফিলিস্তিনি শিশুর কান্না আর না’, ‘ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করো’ ও ‘আমরা ফিলিস্তিনদের পক্ষে’ প্রভৃতি ইসরায়েলি বিরোধী প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এতে বিভিন্ন বিভাগের ২০০ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।  

মানববন্ধনে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, যারা মানবতার কথা বলে তারাই আজ বর্বরতার পক্ষে অবস্থান নিয়েছে। আমেরিকা আজ ফিলিস্তিনের স্বাধীনতা চাওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অনবরত তাদের গ্রেপ্তার করছে আমেরিকান প্রশাসন। তাই আমরা আমেরিকার বিশ্ববিদ্যালয়সমূহে চলমান আন্দোলনের সঙ্গে আমরা একাত্মতা পোষণ করছি। অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর চলমান ইসরায়েলি বর্বর হত্যাকাণ্ড বন্ধের দাবি জানাচ্ছি। এই নির্মম গণহত্যা বন্ধ করতে জাতিসংঘসহ বিশ্ব নেতাদের যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।  

শিক্ষার্থীরা আরও বলেন, জাতিসংঘ ও বিশ্ব নেতারা ইউক্রেন রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হলেও ফিলিস্তিনে চলমান হত্যাকাণ্ডের বিষয়ে নিশ্চুপ। অথচ ইসরাইলি বাহিনীর বর্বর আক্রমণে হাজার হাজার ফিলিস্তিনি প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন। ফিলিস্তিনিদের এই ন্যায্য অধিকারের বিষয়ে তারা কোনো মন্তব্য করছে না। আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানাই।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, মে ৭, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।