ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

করিমগঞ্জে ঝড়, গাছচাপা পড়ে ছেলেসহ অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, মে ৫, ২০২৪
করিমগঞ্জে ঝড়, গাছচাপা
পড়ে ছেলেসহ অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে অন্তঃসত্ত্বা নারী ও তার পাঁচ বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক নারী।

শনিবার (৪ মে) রাতে উপজেলার নিয়ামতপুর হাজিপাড়া ঘোনার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ওই এলাকার আব্দুল কাইয়ুমের নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রুপ তারা (৪৫) এবং ছেলে তাইজুল ইসলাম (৫)।

স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে প্রচণ্ড ঝড়ে কৃষক আব্দুল কাইয়ুমের দোচালা টিনের ঘরের ওপর একটি গাছ উপড়ে পড়ে। এতে ঘর ভেঙে আব্দুল কাইয়ুমের অন্তঃসত্ত্বা স্ত্রী রুপ তারা এবং ছোট ছেলে তাইজুলের মৃত্যু হয়। এছাড়া এতে আহত হন ঘরে থাকা রুপ তারার মা।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, মে ৫, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।