ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খিলগাঁওয়ে মিলল হাত-পা বাঁধা এক যুবকের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, মে ২, ২০২৪
খিলগাঁওয়ে মিলল হাত-পা বাঁধা এক যুবকের মরদেহ

ঢাকা: রাজধানীর খিলগাঁও উত্তর গোড়ান এলাকা থেকে রুবেল (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মরদেহটি হাত-পা বাঁধা ও চটের বস্তার ওপরে তোশক দিয়ে মোড়ানো অবস্থায় ছিল।

পুলিশ বলছে, তাকে কুপিয়ে হত্যার পর চটের বস্তা ও ওপরে তোশক দিয়ে মুড়িয়ে রাস্তার পাশে একটি চিপা গলিতে ফেলে রাখা হয়েছিল।

বৃহস্পতিবার (০২ মে) খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, আজ সকালের দিকে খবর পেয়ে উত্তর গোড়ান আইসক্রিম ফ্যাক্টরি গলি এলাকার একটি জায়গা থেকে হাত-পা বাঁধা ও চটের বস্তার ওপর দিয়ে তোশক দিয়ে পেঁচানো অবস্থায় রুবেল নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যার পর দুর্বিতরা তার লাশ সড়কের পাশে একটি চিপা গলিতে ফেলে রাখেন। নিহত যুবকের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে।

তিনি আরও জানান, যতটুকু জানা গেছে নিহত যুবক খিলগাঁও মেরাদিয়ায় এলাকায় থাকতেন। তার বাবার নাম মৃত আব্দুল ওয়াহাব।

বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, মে ০২, ২০২৪
এজেডএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।