ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সালথায় চাঁদাবাজি মামলায় ইউপি মেম্বার কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
সালথায় চাঁদাবাজি মামলায় ইউপি মেম্বার কারাগারে

ফরিদপুর: চাঁদাবাজি মামলায় ফরিদপুরের সালথার মো. লতিফ মোল্যা (৫৫) নামে এক ইউপি মেম্বারকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে ফরিদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ৩ নম্বর আমলী আদালতের বিচারক রাইসা সরকার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

লতিফ মোল্যা সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার।

ফরিদপুর জর্জ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. রেজাউল হোসেন শামীম ওই ইউপি মেম্বারকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বাংলানিউজকে বলেন, ফরিদপুরের কোর্টে দায়েরকৃত একটি মামলা সিআইডিকে তদন্তের আদেশ দেওয়া হয়। সিআইডি তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। সেখানে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় আদালত ওই মেম্বারের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।