ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢামেক হাসপাতালে হাজতির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪
ঢামেক হাসপাতালে হাজতির মৃত্যু

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি আসাদুজ্জামান সোহেল (৩৮) নামের এক হাজতি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।

বুধবার (২৪ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে কারারক্ষীরা ওই বন্দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

তিনি জানান, ওই হাজতি কারাগারের মধ্যে অসুস্থ হয়ে পড়লে কারা চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে তিনি মারা যান। আসাদুজ্জামান সোহেলের বাড়ি খিলক্ষেতের ব্যাপারীপাড়ায়।  তিনি খিলক্ষেত থানার প্রতারণা মামলার আসামি ছিলেন। তার হাজতি নম্বর ১৩১৮৮/২৪।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।