ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে অর্ধকোটি টাকার জালনোটসহ গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৪
নারায়ণগঞ্জে অর্ধকোটি টাকার জালনোটসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে প্রায় অর্ধকোটি টাকার জালনোটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২১ এপ্রিল) সোনারগাঁয়ের নানাখী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

গ্রেপ্তারা হলেন- মো. আ. রহমান (৫২), মো. বাবুল (৬০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, বিভিন্ন ধর্মীয় উৎসবের সময় (ঈদ, পূজা, পহেলা বৈশাখ) ও বিভিন্ন সময় ঢাকা-নারায়ণঞ্জসহ আশপাশের জেলায় জালনোট বিক্রি করে থাকেন তারা।

জালনোট প্রস্তুতকারক সাহাবুদ্দিনসহ এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং জালনোট তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম (ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, কালি, পেপার, ডাইস) উদ্ধারে অভিযান অব্যাহত আছে। পলাতক সাহবুদ্দিনের বিরুদ্ধে জালনোট প্রস্তুত সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় সোনারগাঁ থানায় নতুন একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।