ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে ৫০০ লিটার চোলাই মদ জব্দ, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৪
রাঙামাটিতে ৫০০ লিটার চোলাই মদ জব্দ, আটক ১

রাঙামাটি: জেলায় গোয়েন্দা পুলিশের অভিযানে ৫০০ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) জেলা শহরের নতুনপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার নতুনপাড়া এলাকায় পাহাড়ি চোলাই মদ বিক্রি করা হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ৫০০ লিটার চোলাই মদ এবং মদ তৈরির উপকরণ জব্দ করা হয়। এ সময় সুফল তালুকদার নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।