ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় সাগরদাঁড়ি ট্রেনের ইঞ্জিন বিকল, ২ ঘণ্টা পর সচল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৪
চুয়াডাঙ্গায় সাগরদাঁড়ি ট্রেনের ইঞ্জিন বিকল, ২ ঘণ্টা পর সচল

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।  

বুধবার (১৭ এপ্রিল) রাজশাহী রেলস্টেশন থেকে খুলনা অভিমুখে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে।

পরে সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা মোমিনপুর রেল স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এ ঘটনায় দুর্ভোগ পোহাতে হয়েছে ট্রেন যাত্রীদের।

পরে কোটচাঁদপুর থেকে বিকল্প ইঞ্জিন পৌঁছালে সাগরদাঁড়ি ট্রেনটি ১১টা ৪০ মিনিটে চুয়াডাঙ্গা স্টেশন থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যায়।

চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, বিকল হওয়া ইঞ্জিন চুয়াডাঙ্গা রেলস্টেশনে রাখা আছে। ইঞ্জিনটি মেরামতের জন্য রকেট মেইল ট্রেনে সংযুক্ত করে ঈশ্বরদী পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।