ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাভারে পোশাক কারখানায় আগুন, ক্ষতি কোটি টাকা 

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৪
সাভারে পোশাক কারখানায় আগুন, ক্ষতি কোটি টাকা 

সাভার (ঢাকা): ঢাকার সাভারের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ঈদের ছুটিতে কারখানা বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেল ৫টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম।  

এর আগে দুপুর ১২টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়ীয়া এলাকার ওয়েক্স ফ্যাশন নামের পোশাক কারখানায় এই আগুনের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে ওই কারখানা সংলগ্ন একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ হয়। এ সময় পাশের ওয়েক্স ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১২টা ২০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবরর পেয়ে ট্যানারি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় সাভার ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। এছাড়া ৪টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় ঢাকা থেকে আসা অপর একটি ইউনিট ফিরে যায়।  

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম বাংলানিউজকে বলেন, ফায়ার সার্ভিসের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে আগুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক কোটি টাকার মালামাল ক্ষতি হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।