ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নামাজ শেষে খেলনা কেনার বায়না শিশুদের, অস্থায়ী দোকানে ভিড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৪
নামাজ শেষে খেলনা কেনার বায়না শিশুদের, অস্থায়ী দোকানে ভিড় ঈদ জামাত শেষে ভ্রাম্যমাণ খেলনার দোকানে শিশুদের ভিড়

নারায়ণগঞ্জ: ঈদের নামাজ শেষ হতেই ঈদগাহের পাশে অস্থায়ীভাবে বসা খেলনার হকারদের কাছে বাবাদের টেনে নিয়ে যায় শিশুরা।  

এসময় তারা বায়না ধরে খেলনা কিংবা বেলুন কিনে দেওয়ার।

ঈদের দিন শিশুদের এ আবদারও যথাযথ পূরণ করতে দেখা গেছে বাবাদের।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৮ টায় নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদ জামাত শেষে মোনাজাতের পর এমন চিত্রই দেখা গেল। এমন চিত্র গোটা দেশের প্রতিটি ঈদগাহেরই।

নারায়ণগঞ্জে দ্বিতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়। ঈদের নামাজকে কেন্দ্র করে ঈদগাহের চারপাশে বসেছিল নানা হকাররা। তাদের কেউ বিক্রি করছিলেন নানা খেলনা আবার কেউ বিক্রি করছিলেন বেলুন। অস্থায়ী ও ভ্রাম্যমাণ এসব দোকানে দেখা গেছে শিশুদের ভিড়।

ঈদ জামাত শেষে খেলনা নিয়ে বাসায় ফিরছে শিশু

খেলার বিক্রেতা জাহিরুল জানান, প্রতি বছর ঈদের দিন এখানে দোকান নিয়ে বসি। ঈদের নামাজের পর সব খেলনা বিক্রি হয়ে যায়। এবারো ব্যতিক্রম হবেনা বলে আশা করছি। বিক্রি ভালো হচ্ছে। সব সময়ের মত কমদামেই আমরা বিক্রি করে থাকি।

বেলুন বিক্রেতা আনিসুল জানান, প্রথম ঈদের জামাতের পর সব বেলুন শেষ হয়ে গেলে দ্রুত আরো বেলুন ফুলিয়ে সেগুলোও দ্বিতীয় ঈদ জামাতের পর শেষ করেছি বিক্রি করে। আলহামদুলিল্লাহ ভালো বিক্রি হয়েছে।

সন্তানকে বেলুন কিনে দেওয়া কলেজ রোডের মতিন জানান, নামাজে আসার সময়ই বায়না ধরেছিল বেলুন দেখে যাবার সময় তাকে কিনে দিতে হবে। ঈদের দিন সন্তানকে তাই নামাজ শেষে বেলুন কিনে দিয়েছি। এখন সে খুশি, আমার ভালো লাগছে।  

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৪
এমআরপি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।