ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ৮ ঘণ্টা পর আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় ৮ ঘণ্টা পর আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় কনটেইনার ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় ৮ ঘণ্টা পর ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (০৯ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন জানান, আখাউড়া রেলওয়ে জংশন থেকে  রিলিফ ট্রেনের উদ্ধারকারী দল ভোর রাত চারটার দিকে ঘটনাস্থলে পৌঁছে কনটেইনার ট্রেনের  ক্ষতিগ্রস্ত একটি বগির দুটি চাকা মেরামত করে চালিয়ে নিয়ে যায়। পরে এক কিলোমিটার ক্ষতিগ্রস্ত রেললাইনের বিভিন্ন অংশ মেরামত করা হয়। প্রায় আট ঘণ্টা পর  ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

প্রসঙ্গগত, গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি কনটেইনার ট্রেন ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা এলাকা অতিক্রম করার পর এর একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়।

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।