ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শতাধিক শিশুর হাতে ঈদ পোশাক তুলে দিলেন সমাজকল্যাণমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৪
শতাধিক শিশুর হাতে ঈদ পোশাক তুলে দিলেন সমাজকল্যাণমন্ত্রী

চাঁদপুর: রমজান মাসের মহিমা ছড়িয়ে দেওয়ার জন্য ও ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়ার উদ্দেশে শতাধিক শিশুর হাতে ঈদ পোশাক তুলে দেওয়া হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) দুপুরে শহরের নতুন বাজার কদমতলা মন্ত্রীর বাসভবনে ‘পলি বাংলাদেশ’ নামে সংগঠনের আয়োজনে শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি।

সংগঠনের দাতা সদস্য মো. হোসাইন ব্যাপারী সার্বিক সহযোগিতায় শতাধিক সুবিধাবঞ্চিত শিশুরা পেল ঈদ উপহার পোশাক।

পোশাক বিতরণকালে সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি সব শিশুদের সঙ্গে কথা বলেন এবং ঈদে সব শিশুকে নতুন পোশাক পড়ার আহ্বান জানান।

চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, সমাজসেবা কর্মকর্তার (রেজিস্ট্রেশন) মনিরুল সলাম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, পলি বাংলাদেশের ভলান্টিয়ার অপু কুমার বিশ্বাস, হাসান পাটওয়ারী, আরাফাত সর্দার,  দেলোয়ার সুমন, রেজাউল ইসলাম রকি, সাফায়েত খান শুভ, বাপ্পি কুমার বিশ্বাস, শুভ সাহা, শান্ত কুমার বিশ্বাস ও দীপ্ত সাহা এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৮২১ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।