ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢামেকে ৩০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৪
ঢামেকে ৩০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মফিজ উদ্দিন চাঁন (৮৪) নামে এক কয়েদি মারা গেছেন। তিনি একটি হত্যা মামলার ৩০ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন।

তার কয়েদি নম্বর-২৮৯৫/এ।  

শুক্রবার (২৯ মার্চ) ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেন।

কয়েদি বন্দি মফিজ উদ্দিন জামালপুর মেলান্দহ বানিয়া বাড়ির বাসিন্দা। তিনি হত্যা মামলায় ৩০ বছর সাজাপ্রাপ্ত।

কেরানীগঞ্জ সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, কয়েদি বন্দী মফিজ উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। কারাগারের সব নিয়মকানুন মেনে ৯ মার্চ সকালে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেন। পরে তাকে পুনরায় কারাগারে ফেরত আনা হয়।

এরপর তিনি আবার অসুস্থ হয়ে পড়লে (১৮ মার্চ) সকালে আবার ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে ঢাকা মেডিকেল হাসপাতালে নতুন ভবনের ৭০১ নাম্বার ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কয়েদি মফিজ উদ্দিন আজ রাত ৮টায় মারা যান।  

বাংলাদেশ সময়: ঘণ্টা, মার্চ ২২১৭, ২০২৪
এজেডএস/এসএমস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।