ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সোনামসজিদ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
সোনামসজিদ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে অলিউল ইসলাম (২০) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।  

বুধবার (২৭ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।

আহত যুবক উপজেলার বালিয়াদিঘী গ্রামের মনিরুল ইসলাম মনির ছেলে।  

৫৯ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, রাত ৩টার দিকে অলিউলসহ পাঁচ-ছয়জন চোরাকারবারি চোরাচালানের জন্য ভারতে অনুপ্রবেশ করেন। এসময় টহলরত বিএসএফ সদস্যরা গুলি করলে অলিউল গুলিবিদ্ধ হন। ঘটনাটি সীমান্তের ওপারে ভারতীয় অংশে ঘটেছে। পরে সঙ্গীরা আহত অলিউলকে উদ্ধার করে দেশে এনে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু পরে সেখানে চিকিৎসা না করিয়ে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যান তারা।  

সীমান্তে গুলির ঘটনায় বিএসএফকে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন বিজিবি।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।